বাসস বিদেশ-১ : শিকাগো বোমা হামলা ষড়যন্ত্রকারীর ১৬ বছরের কারাদণ্ড

185

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-অপরাধ
শিকাগো বোমা হামলা ষড়যন্ত্রকারীর ১৬ বছরের কারাদণ্ড
শিকাগো, ৭ মে, ২০১৯ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের এক বিচারক শিকাগোতে গাড়ি বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ২৫ বছর বয়সী এক যুবককে সোমবার ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন।
ওই যুবকের নাম আদেল দাউদ। ২০১২ সালে মিডওয়েস্টার্ন নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পানশালাকে উড়িয়ে দেয়ার ‘সহিংস জিহাদ’ এর ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তখন তার বয়স ছিল ১৮ বছর।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দাউদ ভেবেছিল সে একটি গাড়ি বোমা পেয়েছে। কিন্তু আন্ডারকভার এজেন্টরা তাকে একটি ডামি বোমা দিয়েছিল। সে যখনই বোমটি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে, তখনই তাকে গ্রেফতার করা হয়।
মার্কিন নাগরিক দাউদ শিকাগোর উপশহর হিলসাইড-এ বাস করত।
নভেম্বর মাসে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আদালতে উপস্থিত করা হলে সে তার অপরাধ স্বীকার করেনি।
দাউদ সাত বছর ধরে কারাগারে আছে। এই সময় তার ১৬ বছরের সাজার মধ্যে ধরা হবে।
বাসস/ কেএআর/১২০০/এমএবি