কারো বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা : হানিফ

369

কুষ্টিয়া, ৬ মে, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন,কারো বিরুদ্ধে মাদক বেচাকেনার কোন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আজ সোমবার দুপুরে কুষ্টিয়া স্টেডিয়ামে মাদক বিরোধী এক সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন।
কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলের ২শ’ ২২ জন মাদক ব্যবসায়ির আত্মসমর্পণ উপলক্ষ্যে জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
কুষ্টিয়া অঞ্চল এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল এ কথা উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ১৯৯৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে কুষ্টিয়ার কু-খ্যাত সন্ত্রাসী সিরাজবাহিনীর প্রধান সিরাজসহ প্রায় ১ হাজার সন্ত্রাসী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিল। তার পর থেকে এ অঞ্চলের মানুষ নিরাপদে বসবাস করছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য বলেন, ‘আজ এ ষ্টেডিয়ামে ২শ’ ২২ জন মাদক বিক্রেতা আত্মসমর্পন করলো। কারণ এতদিন তারা যা করেছে তা ঠিক করেননি,তাদেন মনের এ অনুসুচনা থেকেই তারা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন।’
তিনি আত্মসমর্পনকারিদের উদ্দেশে বলেন,‘আপনাদের সহযোগিতায় বাকি সব মাদক ব্যবসায়িকে আমরা ধরতে চাই’।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।