বাজিস-১০ : লাখাইয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

313

বাজিস-১০
লাখাই-জরিমানা
লাখাইয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ, ১১ জুন, ২০১৮ (বাসস) : জেলার লাখাই উপজেলার কালাউক ও বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে ঢাকনাবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রি এবং ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অপরাধে কালাউক বাজারের মিসির আলী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, এবং বুল্লা বাজারের নিউ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে বিপুল পরিমাণ পঁচাবাসি মিষ্টি ও নকল ডিটারজেন্ট ধ্বংস করা হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহার করার জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।
রমজান মাস উপলক্ষে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান কুমার সোম ও লাখাই থানা পুলিশের একটি টিম।
বাসস/সংবাদদাতা/১৯৪৯/জহ/মরপা