বাসস ক্রীড়া-১৩ : অ-১৯ দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউনিস খান

168

বাসস ক্রীড়া-১৩
ইউনিস-কোচ
অ-১৯ দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউনিস খান
করাচি, ৬ মে, ২০১৯ (বাসস) : পাকিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পিরিয়ে দিয়েছেন দেশটির সাবেক াধিনায়ক ইউনিস খান। একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচক হতে চেয়েছিলেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) তার এ দাবী বিবেচনায় না আনার কারণে কেবলমাত্র কোচ হতে অস্বীকৃতি জানান ইউনিস।
ভারতীয় অ-১৯ দলের কোচের দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়। জাতীয় দলের পাইপ লাইন শক্তিশালী করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) এ মডেল অনুসরন করতে চেয়েছিল পিসিবি।
পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘তুলনামূলক কম পরিচিত ব্যক্তিদের মাধ্যমে পুরনো ধাচের পরিবর্তে একজন হাই প্রোফাইল ক্রিকেটারের মাধ্যমে দীর্ঘ মেয়াদে জুনিয়র দলের কোচিং করানোর ধারনা থেকে তাকে এ প্রস্তাব দেয়া হয়েছিল।’
তবে একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচক দুই ভূমিকায় স্বার্থের দ্বন্দ্ব ঘটতে পারে বিবেচনায় বিসিবি ইউনিসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করার পর ২০১৭ সালে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেন ইউনিস।
বাসস/স্বব/১৯১৫/এমএইচসি