বাজিস-৫ : সিলেটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ২৫ শতাংশ পেলেন অভিযোগকারী

153

বাজিস-৫
সিলেট- জরিমানা
সিলেটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ২৫ শতাংশ পেলেন অভিযোগকারী
সিলেট, ৬ মে, ২০১৯ (বাসস) : নগরীতে আজ খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনকারী একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের করা জরিমানার অর্থের ২৫ শতাংশ বুঝে পেয়েছেন অভিযোগকারী।
একজন ক্রেতার অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়েজ উল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।
তিনি জানান, নগরীর জিন্দাবাজারস্থ ‘রিফাত এন্ড কোম্পানীতে মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রি হচ্ছে- এক ক্রেতার এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযোগকারি ক্রেতাকে বিধি অনুযায়ি জরিমানার অর্থের ২৫ শতাংশ অর্থাৎ পাঁচশ’ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও, হিমায়িত মাংস সংক্রান্ত আরেকটি অভিযোগে একই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, নগরীর সুবিদবাজার এলাকার আগোরা সুপার শপে ভোজ্য তেলের বোতালে মেয়াদ উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯১০/এমকে