বাসস ক্রীড়া-১২ : কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ে ব্যর্থ ম্যারোডানা-‘আমি প্রায় মরে গেছি’

135

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ম্যারাডোনা-মেক্সিকো
কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ে ব্যর্থ ম্যারোডানা-‘আমি প্রায় মরে গেছি’
সান লুইস পটসি (মেক্সিকো), ৬ মে ২০১৯ (বাসস/এএফপি) : কোচ হিসেবে ক্যারিয়ারের প্রথম শিরোপা জয় হতে অল্পের জন্য বঞ্চিত হলেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা। রোববার মেক্সিকোর দ্বিতীয় বিভাগের টুর্নামেন্টের ফাইনালে তার মেক্সিকান ক্লাব দোরাদোস হেরে গেছে প্রতিপক্ষ অ্যাটলেটিকো সান লুইসের কাছে।
দ্বিতীয় লেগের ম্যাচের অতিরিক্ত সময়ে দূরপাল্লার একটি শটের গোল হজম করতে হয় ম্যারাডোনার শিষ্যদের। এ ম্যাচের বিজয়ী দল পরবর্তী আসরের প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে পরপর দু’টি ফাইনাল থেকেই খালি হাতে ফিরতে হলো আর্জেন্টাইন কিংবদন্তীকে।
পরাজয়ের পর ম্যারাডোনা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি প্রায় মরে গেছি। তবে দারুণ একটি ম্যাচ হয়েছে। যদিও ছেলেদের জন্য আমি দু:খিত।’
প্রথম লেগের ফাইনালটি ১-১ গোলে ড্র হলেও দ্বিতীয় লেগে বেশ সংগ্রাম করতে হয়েছে ম্যারাডোনার শিষ্যদের। ম্যাচের ৯০তম মিনিটে গোল খরা কাটিয়ে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৫৫/মোজা/স্বব