বাসস দেশ-২২ : এ বছর দাখিল পরীক্ষায় পাসের হার শতকরা ৮৩ দশমিক ৩

121

বাসস দেশ-২২
মাদ্রাসা বোর্ড-পাস
এ বছর দাখিল পরীক্ষায় পাসের হার শতকরা ৮৩ দশমিক ৩
ঢাকা, ৬ মে, ২০১৯ (বাসস) : এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় শতকরা ৮৩ দশমিক ৩ ভাগ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এ পরীক্ষায় পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৮৯ ভাগ।
আজ সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের সকল পরীক্ষার ফলাফলে এ কথা জানা যায়।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে এ বছরের পরীক্ষায় মোট ৩ লাখ ৬ হাজার ৭ শ’ ৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তার মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৭ শ’ ১০ জন শিক্ষার্থী পাস করেন। তার মধ্যে ৬ হাজার ২ শ’ ৮৭ জন (শতকরা ২ দশমিক ৫ ভাগ) শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ- ৫ লাভ করে।
মাদ্রাসা বোর্ডের ঢাকা বোর্ডে শতকরা ৭৯ দশমিক ৬২ ভাগ, রাজশাহী বোর্ডে শতকরা ৯১ দশমিক ৬৪ ভাগ, কুমিল্লা বোর্ডে শতকরা ৮৭ দশমিক ১৬, যশোর বোর্ডে শতকরা ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে শতকরা ৭৮ দশমিক ১১, বরিশাল বোর্ডে শতকরা ৭৭ দশমিক ৪১, সিলেট বোর্ডে শতকরা ৭০ দশমিক ৮৩, দিনাজপুর বোর্ডে শতকরা ৮৪ দশমিক ১০ এবং কারিগরি শিক্ষাবোর্ডে শতকরা ৭২ দশমিক ২৪ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
বাসস/এমকেডি/এমএএস/১৮৩৫/এসই