বাসস দেশ-১৫ : বিইউপিতে ‘মিডিয়া ল্যাবরেটরী’ উদ্বোধন

126

বাসস দেশ-১৫
বিইউপি- মিডিয়া ল্যাবরেটরী
বিইউপিতে ‘মিডিয়া ল্যাবরেটরী’ উদ্বোধন
ঢাকা, ৬ মে, ২০১৯ (বাসস) : রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কমপ্লেক্সে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ -এর মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আজ সোমবার একটি ‘মিডিয়া ল্যাবরেটরী’ উদ্বোধন করা হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।
শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং গণযোগাযোগ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শিক্ষা, জ্ঞানের প্রসার ও দক্ষতা বৃদ্ধি করতে এ ক্লাবের যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে বিইউপি’র বিজয় অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ -এর ডীন, বিইউপি’র উপ-উপাচার্য এবং উপাচার্য বক্তৃতা করেন।
বক্তারা এই ডিপার্টমেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে এই বিভাগ মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এর ক্ষেত্রে শিক্ষার্থীদের অবদান রাখার আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৭৪০/এএএ