বাগেরহাটের জোড়া খুন মামলার আইও’কে হাইকোর্টে তলব

195

ঢাকা, ৬ মে, ২০১৯ (বাসস) : বাগেরহাটের মোড়েলগঞ্জে জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ঠাকুর দাস মন্ডলকে তলব করেছে হাইকোর্ট।
আদালতের আদেশের পরেও ওই মামলার সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল না করায় তাকে তলব করা হয়েছে। আগামী ১৬ মে আদালতে তার উপস্থিতি নিশ্চিত করতে বাগেরহাটের এসপিকে নির্দেশ দিয়েছে আদালত।
সংশ্লিষ্ট মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ফকিরের জামিন শুনানিকালে আজ সোমবার বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
সহকারী এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ‘এর আগে হাইকোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে মামলার সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন চেয়েছিলেন। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও তা দাখিল না করায় তাকে তলব করেছে আদালত।’