বাসস দেশ-৮ : নেত্রকোনার পিপিকে অপসারণের আদেশ আপিলেও বহাল

130

বাসস দেশ-৮
আপিল-আদেশ
নেত্রকোনার পিপিকে অপসারণের আদেশ আপিলেও বহাল
ঢাকা, ৬ মে ২০১৯ (বাসস): যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (পরে রাষ্ট্রপতির মার্জনাপ্রাপ্ত) গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলকে নেত্রকোনার পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে অপসারণে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিমলের করা লিভ টু আপিল খারিজ করে আজ সোমবার রায় দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ।
আদালতে বিমলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী মোহাম্মদ হোসেন।
এডভোকেট মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের রায় ছিলো তাকে পিপির পদ থেকে অপসারণ করতে হবে। এছাড়া ওই রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলের দেয়া আইনজীবী সনদ বাতিল করতে হবে। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে গোলাম মোহাম্মদ খান পাঠান। আজ সোমবার তার লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রায়ই বহাল রইলো।
শ্বশুরকে হত্যার দায়ে ১৯৮৮ সালের ১৭ জুলাই নেত্রকোনা দায়রা জজ আদালতে গোলাম পাঠানের যাবজ্জীবন সাজা হয়। ১৯৯৩ সালের ১৭ জুন হাইকোর্টও বিচারকি আদালতের রায় বহাল রাখেন। এর মধ্যে রাষ্ট্রপতির মার্জনা পেয়ে ১৯৯৫ সালে কারাগার থেকে মুক্তি পান বিমল। পরবর্তীতে ১৯৯৭ সালের ৬ আগস্ট বিমল আইনজীবী হিসেবে বার কাউন্সিলে তালিকাভূক্ত হন। ২০০৯ সালের ২ এপ্রিল তিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সাজাপ্রাপ্ত ব্যক্তির পিপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন মো. মোশারফ হেসেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৭ সালের ৮ আগস্ট পিপির কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। পরে ওই বছরের ১২ ডিসেম্বর রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।
বাসস/এএসজি/ডিএ/১৫৪৫/-আসচৌ