বাসস বিদেশ-৪ : ইতালি ও ফ্রান্সে বৈরী আবহাওয়ায় ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

158

বাসস বিদেশ-৪
ইতালি-ফ্রান্স-আবহাওয়া
ইতালি ও ফ্রান্সে বৈরী আবহাওয়ায় ২ জনের মৃত্যু, নিখোঁজ ১
রোম, ৬ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : ইতালি ও প্রতিবেশি দেশ ফ্রান্সে রোববার প্রচন্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে দু’জনের মৃত্যু হয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছে। খবর এএফপি’র।
ইতালির সংবাদমাধ্যম জানায়, সিসিলির সংরক্ষিত স্টাগনন দ্বীপে আকস্মিক ঝড়ো হাওয়ায় ৬৫ বছর বয়সী এক জার্মান কাইট সার্ফারের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তিনি পানিতে ভেসে থাকার সরঞ্জাম অথবা হেলমেট ছাড়াই কাইটসার্ফিং করেন। কর্তৃপক্ষ সম্প্রতি কাইট সার্ফারদের জন্য এগুলো বাধ্যতামূলক করেছে।
এদিকে ইতালির উত্তরাঞ্চলে মিনসিও ও পোজোলোর মাঝামাঝি দিয়ে প্রবাহিত খালের পানিতে ডুবে রোমানীয় নাগরিক নিখোঁজ রয়েছে। লোকটি অপর চার রোমানীয় নাগরিকের সাথে সেখানে মাছ শিকার করছিলেন।
নিখোঁজ লোকটির সন্ধানে জরুরি সংস্থার সদস্যরা ভারী বর্ষণের মধ্যেও তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
কর্মকর্তারা জানান, এদিকে ফ্রান্সের কোর্সিকা দ্বীপে ভারী বৃষ্টিতে এক জার্মান নারী পর্যটক ভেসে গেছে। ঘন্টায় ১৩৮ কিলোমিটার বেগে সেখানে বাতাস বইছিল।
বাসস/কেএআর/১৪৪৫/-এমএজেড