গাজা সংঘাত প্রশ্নে ইসরাইলকে ‘শতভাগ’ সমর্থন যুক্তরাষ্ট্রের : ট্রাম্প

225

ওয়াশিংটন, ৬ মে, ২০১৯ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইসরাইলকে আশ্বাস দিয়ে বলেছেন, গাজা সংঘাত প্রশ্নে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে।
ফিলিস্তিনের রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা বিমান হামলার পর তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।
ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘ফের ইসরাইল সন্ত্রাসী গ্রুপ হামাস ও ইসলামিক জিহাদের ব্যাপক রকেট হামলা মোকাবেলা করছে। ইসরাইলের নাগরিকদের রক্ষায় তেলআবিবের প্রতি আমাদের শতভাগ সমর্থন রয়েছে।’
‘ইসরাইলের বিরুদ্ধে গাজার জনগণের এসব সন্ত্রাসী কর্মকান্ড আপনাদের তেমন কিছু করতে না পারলেও এতে আরো ভোগান্তির সৃষ্টি করবে। তাই সংঘাতের পথ পরিহার করে শান্তির জন্য কাজ করুন।’
২০১৪ সালের পর রোববারের সবচেয়ে ভয়াবহ পাল্টাপাল্টি হামলায় ১৯ ফিলিস্তিনি এবং চার ইসরাইলি নিহত হওয়ার পর ট্রাম্প এমন বার্তা দিলেন।