বাসস ক্রীড়া-১৪ : ক্যাম্পবেল-হোপের জোড়া সেঞ্চুরিতে ও:ইন্ডিজের সংগ্রহ ৩/৩৮১

252

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-ও:ইন্ডিজ-আয়ারল্যান্ড
ক্যাম্পবেল-হোপের জোড়া সেঞ্চুরিতে ও:ইন্ডিজের সংগ্রহ ৩/৩৮১
ডাবলিন, ৫ মে, ২০১৯ (বাসস) : জন ক্যাম্পবেল ও শাই হোপের জোড়া সেঞ্চুরিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ৩৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ডাবলিনের মালাহিডের ম্যাচে টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমেই দুই ওপেনার ক্যাম্পবেল ও হোপ আয়ারল্যান্ড বোলারদের ওপড় চড়াও হন। ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ড ৩৬৫ রান তুলে আউট হন ক্যাম্পবেল। ফলে ভেঙ্গে যায় পাকিস্তানের ইমাম উল হক ও ফখর জামানের রেকর্ডটি।
২০১৮ সালে বুলাওয়েতে প্রথম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০৪ রান করেছিলেন ইমাম ও ফখর। তবে যেকোন উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। যেকোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি দখলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে ক্যানবেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩৭২ রান করেছিলেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস।
প্রথম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়ে ক্যাম্পবেল-হোপ বড় ইনিংস খেলেছেন। ক্যাম্পবেল ১৩৭ বল মোকাবেলায় ১৫টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাকিয়ে পোর্টার ফিল্ডের হাতে ম্যাক কার্থির বলে ব্যক্তিগত ১৭৯ রানে আউট হন। তিন বল পর ম্যাককার্থির দ্বিতীয় শিকার হওয়ার আগে ২২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ১৫২ বলে ১৭০ রান করেন হোপ। আয়ারল্যান্ডের ম্যাক কার্থি ৭৬ রানে ২ উইকেট নেন।
বাসস/এএমটি/২০২৫/মোজা/স্বব