বাসস দেশ-৩৫ : বেসরকারি খাতে দেয়া রেলের লীজের মেয়াদ বৃদ্ধি না করা সুপারিশ

144

বাসস দেশ-৩৫
কমিটি- রেলপথ
বেসরকারি খাতে দেয়া রেলের লীজের মেয়াদ বৃদ্ধি না করা সুপারিশ
ঢাকা, ৫ মে, ২০১৯ (বাসস) : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বেসরকারি খাতে দেয়া রেলের লীজের মেয়াদ বৃদ্ধি না করে সরকারি তত্বাবধানে পরিচালনার সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল ও বেগম নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।
সভায় রেল স্টেশনগুলোর পরিস্কার পরিচ্ছনতা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
সভায় রেলের জায়গা অবৈধ দখলমুক্ত করে সেখানে সরকারি উদ্যেগে রাজস্ব আহরণ উপযোগী স্থাপনা নির্মানের সুপারিশ করা হয়।
এছাড়াও রেলপথ যোগাযোগ ব্যবস্থাকে আরো গতিশীল করতে রেলের জনবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৫০/-আসচৌ