বাসস ক্রীড়া-১২ : বিশ্বকাপ নিয়ে নির্ভার আর্চার

130

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-আর্চার
বিশ্বকাপ নিয়ে নির্ভার আর্চার
ডাবলিন, ৫ মে ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজে জন্মস্থান হলেও, সদ্যই ইংল্যান্ডের হয়ে আন্তজআতিক অভিষেক হলো পেস অলরাউন্ডার জোফরা আর্চারের। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার। তবে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন আর্চার। এই দু’সিরিজে ভালো খেললে শেষ মূর্হুতে বিশ্বকাপ দলে সুযোগ হতে পারে তার। কিন্তু বিশ্বকাপ নিয়ে কোন চিন্তাই নেই আর্চারের। নিজেকে নির্ভার রেখেছেন তিনি। ইংল্যান্ড দলে সুযোগ পাওয়াটাকেই অনেক বড় পাওয়া বলে মনে করেন আর্চার, ‘এই দলে সুযোগ পেয়ে আমি দারুণ আনন্দিত। আমাকে দুর্দান্তভাবে স্বাগত জানানো হয়েছে। তবে বিশ্বকাপ নিয়ে আমার কোন চিন্তা নেই।’
ইংল্যান্ডের নাগরিক আর্চারের বাবা। তাই বিট্রিশ নাগরিকত্ব রয়েছে আর্চারের। তবে আর্চারের জন্ম ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। সেখানে বেড়ে উঠেছে তার শৈশব-শিক্ষা জীবন। ক্রিকেটের হাতেখড়ি ওয়েস্ট ইন্ডিজেই। ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেনও তিনি।
কিন্তু ২০১৫ সালে ইংল্যান্ডে চলে আসেন আর্চার। কাউন্টি ক্রিকেটে যোগ দেন তিনি। সাসেক্সের হয়ে খেলেছেনও এই ডান-হাতি পেসার। প্রথম শ্রেনির ক্রিকেটে ২৮ ম্যাচে ১৩১ উইকেট ও ১০০৩ রান করেছেন তিনি। সম্প্রতি সেরা ফর্মে থাকার কারণে ইংল্যান্ড দলে সুযোগ ঘটলো তার। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে অভিষেকও ঘটে গেলো আর্চারের। ইংল্যান্ডের ২৫২তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেক ঘটলো তার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলেও আছেন আর্চার।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সিরিজে পারফরমেন্সের ঝলক দেখাতে পারলে ইংল্যান্ডের বিশ্বকাপের দলে সুযোগও হয়ে যেতে পারে আর্চারের। গেল মাসেই নিজেদের বিশ্বকাপ দল ঘোষনা করেছে ইংল্যান্ডসহ সবগুলো দেশই। তবে আগামী ২৩ মে’র আগে দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে সবগুলো দেশেরই।
তবে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে কোন স্বপ্ন দেখছেন না আর্চার। তিনি বলেন, ‘দলে সুযোগ পাওয়ায় আমি খুশী। তবে আমি বিশ্বকাপ নিয়ে মোটেও চিন্তিত নই। যদি আমি এই সিরিজে ভালো করতে পারি, তবে বিশ্বকাপের দলে সুযোগ হতে পারে। আমি বিশ্বকাপের দলে দৃষ্টি দিচ্ছি না। তবে যে কেউ এভাবে (বিশ্বকাপ দলে) চিন্তা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই ছেলেরা একসাথে দীর্ঘদিন খেলছে এবং সম্ভবত এটি তাদের প্রাপ্য। তবে আমি খারাপ অনুভব করবো না, যদি আমি বাদ পড়ে যাই।’
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৮ ওভার বল করে ৪০ রানে ১ উইকেট নিয়েছেন আর্চার। তবে এত দ্রুত জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন আর্চার তা নিজেও আশা করেননি। তিনি বলেন, ‘এত দ্রুত জাতীয় দলে সুযোগ পাব, তা আমি আশা করিনি। আমার লক্ষ্য ছিলো ২০২৩ সাল এবং খুব দ্রুতই দলে সুযোগ পেয়ে আমি আনন্দিত। দুর্দান্ত একটি সময়ে দারুণ এক দলের সাথে যুক্ত হলাম।’
দলে সুযোগ পাবার পর দারুনভাবে স্বাগত জানানো হয়েছে বলেও জানান আর্চার। তিনি বলেন, ‘সবাই আমাকে স্বাগত জানিয়েছে। এখানে আসার আগে বেশির ভাগ খেলোয়াড়দের জানতাম। কিন্তু নতুন একটি দলের সাথে যোগ দিতে ভালোই লাগছে। কখনো কখনো সংবাদ মাধ্যম ভুল তথ্য দিয়ে থাকে, কিন্তু এখানে এসে আমি কোন ভুল কিছু লক্ষ্য করিনি। এখানে দারুণভাবে আমাকে স্বাগত জানিয়েছে। আমি আনন্দিত।’
বাসস/এএমটি/১৮৫০/মোজা/স্বব