বাজিস-২ : যশোরে খামারিদের মাঝে বিনামূল্যে নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ

196

বাজিস-২
যশোর-ঘাসের কাটিং-বিতরণ
যশোরে খামারিদের মাঝে বিনামূল্যে নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ
যশোর, ৫ মে, ২০১৯ (বাসস) : জেলার কেশবপুর উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে গবাদিপশু পালনকারী ছয় শতাধিক খামারির মধ্যে আজ বিনামূল্যে উচ্চ ফলনশীল নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. অলোকেশ কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
বাসস/সংবাদদাতা/১৬৫০/এমকে