বাসস দেশ-১৭ : জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে : জাতীয় পার্টির মহাসচিব

180

বাসস দেশ-১৭
মহানগর-জাপা-সভা
জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে : জাতীয় পার্টির মহাসচিব
ঢাকা, ৪ মে, ২০১৯ (বাসস) : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে অধিকতর সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টি তৃণমূলে শক্তিশালী হলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে।
আজ শনিবার বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সভায় ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় নেতা আমানত হোসেন আমানত , শামসুল হক শামছু ও ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ, সকল থানার সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ বক্তব্য রাখেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, মহানগর উত্তরের প্রতিটি নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ নেতৃত্ব মহানগর উত্তরকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে এস.এস. ফয়সল চিশতী বলেন, মহানগর উত্তর সম্মিলিত প্রচেষ্টায় ২২টি থানা সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে ।
বাসস/সবি/এমএআর/১৭১০/-কেজিএ