বাসস ক্রীড়া-১১ : দুই মাসের জন্য মাঠের বাইরে কেইটা

126

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ইনজুরি
দুই মাসের জন্য মাঠের বাইরে কেইটা
লন্ডন, ৪ মে ২০১৯ (বাসস) : পেশীর ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন লিভারপুলের সেন্ট্রাল মিডফিল্ডার নেবি কেইটা। গুরুতর এই ইনজুরির কারণে আফ্রিকান নেশন্স কাপে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গিনির এই আন্তর্জাতিক মিডফিল্ডার গত বুধবার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ইনজুরিতে আক্রান্ত হয়ে ২৪ মিনিটেই মাঠ ত্যাগ করেন। লিভারপুল বস জার্গেন ক্লপ পরবর্তীতে কেইটার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লপের মতে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। যে কারণে জুনে গিনির হয়ে আফ্রিকান নেশন্স কাপে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এক সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য একটি দু:সংবাদ। তার পেশীতে গুরুতর ইনজুরি হয়েছে। আমাদের সাথে গিনির জন্যও বিষয়টি দু:শ্চিন্তার। কেইটা দারুণ ছন্দে ছিল। ইনজুরির বিষয়টি তার জন্য হতাশার। এটাই ফুটবল, সবসময় সবকিছু একরকম থাকেনা। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে এসে তার বাদ পড়াটা দু:খজনক। আফ্রিকান নেশন্স কাপেও সে নিয়মিত খেলোয়াড় ছিল। এই মুহূর্তে আমাদের সকলের সহযোগিতা তার প্রয়োজন।’
আফ্রিকান নেশন্স কাপে গ্রুপ-বি’তে গিনির প্রতিপক্ষ মাদাগাস্কার, নাইজেরিয়া ও বুরুন্ডি।
বাসস/নীহা/১৬২৫/স্বব