বাসস ক্রীড়া-২ : প্রস্তুতি ম্যাচে কাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

221

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচে কাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
ডাবলিন, ৪ মে, ২০১৯ (বাসস) : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে আগামীকাল খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডাবলিনের দ্য ভিনিয়ার্ড মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে।
ইংল্যান্ড এন্ড ওয়েলসে এ মাসের শেষের দিকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জিং। মেগা এ ইভেন্টের আগে ত্রিদেশীয় সিরিজটি নিজেদের ভালোভাবে পরখ করে নেয়ার সুযোগ বলে জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশ ছাড়ার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে ম্যাশ বলেছিলেন, ‘আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে জিতে বিশ্বকাপে যেতে পারি তাহলে ভালো হবে।’
এই ত্রিদেশীয় সিরিজ দিয়েই বিশ্বকাপের জন্য মানসিকভাবে প্রস্তত হওয়া উচিত বলে জানান মাশরাফি, ‘বিশ্বকাপে নয়টা ম্যাচ খেলতে হবে আমাদের। নয়টা ম্যাচে কঠিন পরিস্থিতি আসবে। যা মোকাবেলা করার মানসিকতা তৈরি করা খুব বেশি জরুরি। উত্থান-পতন থাকবে, কিন্তু পরের ম্যাচে যাতে ঘুরে দাঁড়াতে পারি, সে ধরনের মানসিকতা খুব জরুরি। আমার মনে হয়, আয়ারল্যান্ড থেকেই সেটা আমাদের অনুশীলন করতে হবে। যাতে আমরা বিশ্বকাপে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকি।’
আয়ারল্যান্ডে পৌঁছে ইতোমধ্যে অনুশীলনও করেছে বাংলাদেশ। প্রেমবোর্ক ক্রিকেট ক্লাব মাঠে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং দিয়ে ঘাম ঝড়িয়েছে টাইগাররা।
বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচের দিন স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশের মিশন শুরু হবে ৭ মে। ওই ম্যাচে মাশরাফির দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সূচি:
৭ মে : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
৯ মে : বাংলাদেশ আয়ারল্যান্ড-, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
১৩ মে : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
১৫ মে : বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকেল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।
বাসস/এএমটি/১৫১৫/স্বব