বাসস দেশ-২১ : উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে : পর্যটন প্রতিমন্ত্রী

294

বাসস দেশ-২১
মাহবুব আলী-তরুণ-আহ্বান
উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে : পর্যটন প্রতিমন্ত্রী
হবিগঞ্জ, ৩ মে, ২০১৯ (বাসস) : দেশ ও সমাজের সকল উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, তরুণরা দেশের সম্পদ। দেশের উন্নয়ন কাজে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।
তিনি আজ হবিগঞ্জের নালুয়াতে চা বাগান শ্রমিকদের জন্য আয়োজিত ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। চা শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
মাহবুব আলী বলেন, চা বাগানের সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটনের প্রসার ঘটানো সম্ভব। এ দেশের চা বাগানগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হলে সেখানে কর্মরত শ্রমিকসহ আশপাশে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
বাসস/তবি/কেসি/১৯৪৫/-কেকে