বাসস দেশ-১৬ : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

205

বাসস দেশ-১৬
নীলফামারী-সড়ক দুর্ঘটনা
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
নীলফামারী, ৩ মে, ২০১৯ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে ইজিবাইকে বাসের ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়।
নিহতরা হলেন বাইক চালক মিন্টু হোসেন (২৮), ও যাত্রী আফতাব হোসেন (৩০) ও আব্দুর রহিম (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সৈয়দপুর শহরের থেকে যাত্রিসহ একটি ইজিবাইক ঢেলাপীর হাটের দিকে যাচ্ছিল। এ সময় ওয়াবদা মোড়ে পেছন থেকে নীলফামারীগামী একটি বাসের ধাক্কায় যাত্রিসহ ইজিবাবকিটি দুমড়ে মুচরে উল্টে গিয়ে চালক ও অপর দুই যাত্রী নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে ।
পরে উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।’
বাসস/সংবাদদাতা/এমএআর/১৮০০/-জেজেড