বাজিস-১ : লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

186

বাজিস-১
লক্ষ্মীপুর-মুক্ত গণমাধ্যম দিবস
লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
লক্ষ্মীপুর, ৩ মে, ২০১৯ (বাসস) : নানা আয়োজনের মধ্যদিয়ে আজ জেলায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় সাংবাদিকদের সংগঠন ‘ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ’ (ওয়াইজেএফবি) এর লক্ষ্মীপুর জেলা কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়।
‘গণতন্ত্রের জন্য গণমাধ্যম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
পরে জেলা শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান।
ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
সংগঠনের নির্বাহী সদস্য রাকিব হোসেন আপ্র’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মহিউদ্দিন মুরাদ, জহিরউদ্দিন, সোহেল রানা প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৭২৫/এমকে