বাসস দেশ-২ : ফণি মোকাবেলায় পটুয়াখালীতে প্রস্তুতি সম্পন্ন

137

বাসস দেশ-২
ফণি-প্রস্তুতি
ফণি মোকাবেলায় পটুয়াখালীতে প্রস্তুতি সম্পন্ন
ঢাকা, ৩ মে ২০১৯ (বাসস) : ফণি মোকাবেলায় পটুয়াখালীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সেনা, নৌ, পুলিশ, র‌্যাব, আনসার, কোষ্টগার্ডসহ বিমান বাহিনী প্রস্তুত রয়েছে।
ফনী মোকাবেলায় জেলা পর্যায় সকল কর্মকর্তাকে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরী সভা হয়েছে। সভায় এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সকল উপজেলা চেয়াম্যান ও নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
জনসাধারণকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়ার জন্য পৌরসভাসহ ফায়ার সার্ভিস কর্মীরা উপকুলীয় এলাকায় মাইকিং করছে।
পরিস্থিতি মোকাবেলায় ৩৭৫ মে: টন চাল, ১০ লাখ টাকা এবং ২হাজার ৫০০ ব্যাগ শুকনা খাবার প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। একই সাথে ৩৯১টি স্কুল কাম সাইক্লোন সেল্টারকে খুলে দেয়ার নির্দেশ দেয় হয়েছে।
এছাড়া ১১১টি মেডিকেল টিমসহ ৬হাজার ৫২৫ জন ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রসাশক।
সাগর উত্তাল থাকায় সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গভীর সমুদ্র থেকে সকল মাছ ধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিচ্ছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৪৪০/এমএসআই