বাসস বিদেশ-৪ : গণতন্ত্রের মালিক জনগণ : রাহুল

173

বাসস বিদেশ-৪
গান্ধী-গণতন্ত্র-মালিক
গণতন্ত্রের মালিক জনগণ : রাহুল
ঝাড়খন্ড (ভারত), ৩ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেছেন, গণতন্ত্রের মালিক হচ্ছেন জনগণ। তার দলের সরকার কি করবে তা বলে দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলটি সে অনুযায়ী কাজ করবে। খবর পিটিআই’র।
বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে গান্ধী বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসলে কংগ্রেস ভারতে প্রতি মাসে ১২ হাজার রুপির কম আয় করা পরিবারের ব্যাংক একাউন্টে বছরে ৭২ হাজার রুপি জমানো নিশ্চিত করবে।
তিনি বলেন, ‘ভুলে যাবেন না যে, আপনারাই গণতন্ত্রের মালিক। আপনারা আমাদেরকে বলবেন আমাদের দলকে কি করতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করবো।’
তিনি বলেন, ‘আমি এখানে আমাদের মনের কথা বলতে আসিনি। বরং আপনাদের কথা শুনতে এসেছি।’
গান্ধী বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলে কংগ্রেস বিভিন্ন হাসপাতালে গরীবদের বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করবে এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিভিন্ন জেলায় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবে।
তিনি খুন্তি লোকসভা আসনের ভোটারদের কংগ্রেস প্রার্থী কালীচরণ মুন্ডাকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি এ আসনে বিজিপির সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাসস/এমএজেড/১৪৩৫/এমএসআই