বাসস দেশ-২২ : ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা

170

বাসস দেশ-২২
ব্র্যাক-মুসা
ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা
ঢাকা, ২ মে, ২০১৯ (বাসস) : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আন্তর্জাতিক অংশ ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন ডা. মুহাম্মাদ মুসা।
ব্র্যাক ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাইরে এশিয়া ও আফ্রিকার ১১টি দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। গত ১ মে ২০১৯ তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।
ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও জনগোষ্ঠীর মাঝে সামাজিক উন্নয়ন এবং মানবিক সঙ্কট মোকাবেলার কর্মসূচি পরিচালনায় ডা. মুসার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। নতুন দায়িত্ব গ্রহণের আগে ডা. মুসা ২০১৫ সাল থেকে ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
ডা. মুসা যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার ইন পাবলিক হেলথ (এমপিএইচ) এবং নেদারল্যান্ডস ইউনিভার্সিটিস ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন।
বাসস/সবি/কেসি/১৭৫৫/এএএ