বাসস দেশ-১৮ : ‘৩৩৩’ নম্বরে ফোন করে পাওয়া যাবে ইসলামিক সেবা

123

বাসস দেশ-১৮
ইসলামিক ফাউন্ডেশন-সেবা
‘৩৩৩’ নম্বরে ফোন করে পাওয়া যাবে ইসলামিক সেবা
ঢাকা, ২ মে, ২০১৯ (বাসস) : পবিত্র রমজান মাসে যে কোনো মোবাইল অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে ফোন করে পাওয়া যাবে ইসলামিক সেবা।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ওই নম্বরে কল করে নামাজ, রোযা, যাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসআলা-মাসায়েল এবং সাহরি ও ইফতারের সময়সূচিও জানা যাবে।
৩৩৩ এর মাধ্যমে ২০১৮ সালে পবিত্র রমজান মাস থেকে চালু করা হয় ইসলামিক সেবার তথ্য প্রদান কার্যক্রম। জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআই’র আওতায় এই কলসেন্টার চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বছরের ১২ এপ্রিল এই কলসেন্টার উদ্বোধন করেন ।
বাসস/সবি/এমএমবি/১৭০০/-জেজেড