বাসস দেশ-১৪ : সাভারে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত

107

বাসস দেশ-১৪
দুর্ঘটনা-নিহত
সাভারে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত
সাভার, ২ মে, ২০১৯ (বাসস) : সাভারে সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
নিহতের নাম নূরজাহান (৩২)।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল এলাকার মধুমতি টাইলস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে উলাইল এলাকায় কর্মস্থল আল মুসলিম গার্মেন্টসে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নূরজাহানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্য এএফএম সায়েদ জানান, এ ব্যপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬৩০/এমএবি