বিশ্বকাপ পিচ ব্যাটিং সহায়ক হবে : টেন্ডুলকার

244

নয়া দিল্লি, ২ মে, ২০১৯(বাসস/পিটিআই): ব্যাটিং লিজেন্ড শচিন টেন্ডুলকার আজ (বৃহস্পতিবার) বলেছেন যুক্তরাজ্যে আসন্ন বিশ্বকাপের পিচগুলো হবে ব্যাটিং সহায়ক। তবে সেখানকার প্রথাগত উষ্ণ কন্ডিশনে বল খুব বেশি সুয়্যিং করবে-এমনটা প্রত্যাশা করছেন না তিনি।
আগামী ৩০ মে শুরু হওয়া বিশ্বকাপে অংশ গ্রহণকারী দশটি দল একে অপরের বিপক্ষে খেলবে।
নিজের নামে এমআইজি ক্লাবের একটি প্যাভিলিয়নের উদ্বোধন করার পর টেন্ডুলকার বলেন,‘ এটা হতে যাচ্ছে একটা গরম গ্রীষ্ম মৌসুম। এমনকি গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুর্য চলে যাওয়ার পরও উইকেটগুলো ছিল চমৎকার। গরমে উইকেট সাধারন ফ্লাট থাকে। আমি নিশ্চিত যে, উইকেট হবে ব্যাটিং সহায়ক। ’
তিনি আরো বলেন,‘ আমার মনে হয়না আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন না হলে কন্ডিশনে খুব বেশি পার্থক্য থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বল কিছুটা ঘুরতে পারে।’
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, হার্ডিক পান্ডিয়া এবং কে এল রাহুলসহ স্বগতিক কয়েকজন খেলোয়াড় ভাল পারফরমেন্স করছেন।
এটা বিশ্বকাপে তাদের জন্য সহায়ক হবে কিনা- জানতে চাইলে টেন্ডুলকার বলেন,‘ যে কোন ফর্মেটে ভাল পারফরমেন্স অবশ্যই একটা ভাল সংবাদ। কেননা এটা একজন খেলোয়াড়কে আত্মবিশ্বাস যোগায়। যে কোন ফর্মেটে আপনার আত্মবিশ্বাসটা গুরুত্বপুর্ন।’
তিনি আরো বলেন,‘ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়রা কিছুটা সময় পাচ্ছেন। উন্নতি করতে কি করতে হবে- সেটা বুঝার জন্য সবাই যথেষ্ঠ ক্রিকেট খেলেছে।’