ঘূর্ণিঝড় ‘ফণি’র কারণে ৩ ও ৪ মে নৌপরিবহন মন্ত্রণালয় এবং অধীনস্থ দফতরসমূহ খোলা থাকবে

234

ঢাকা, ২ মে, ২০১৯ (বাসস) : ঘুর্ণিঝড় ‘ফণি’র বিষয়টি গুরুত্ব দিয়ে আগামিকাল ৩ মে শুক্রবার ও ৪ মে শনিবার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংশ্লিষ্ট দফতরসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
আজ বৃহষ্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়েরর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩ ও ৪ মে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংশ্লিষ্ট দফতরসমূহ খোলা থাকবে। ঘূর্ণিঝড় ‘ফণি’র আশঙ্কা শেষ না হওয়া পর্যন্ত সকল নৌযান বন্দরে অবস্থান নিশ্চিত করতে হবে; বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে।
এছাড়াও ঘূর্ণিঝড় ‘ফণি’র সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতর ও সংস্থায় কন্ট্রোল রুম খোলা নিশ্চিত করতে হবে।