বাসস ক্রীড়া-১ : বড় জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

190

বাসস ক্রীড়া-১
ফুটবল-প্রীতি ম্যাচ
বড় জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল
প্যারিস, ১১ জুন ২০১৮ (বাসস/এএফপি) : বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে গতরাতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এর আগে প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারায় ক্রোয়েশিয়াকে।
ইনজুরি থেকে প্রথম প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন নেইমার। ৬৯ মিনিটে গোল করে ব্রাজিলকে প্রথমবারের লিড দেন তিনি। ঐ ম্যাচের পর নিজের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট ছিলেন না নেইমার। তবে গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিলেন নেইমার। পুরো ম্যাচ জুড়েই নেইমার ছিলেন উজ্জল।
নেইমারের জোগান দেয়া বল মার্সেলোর পাস থেকে ৩৬ মিনিটে গোল করেন গ্যাবরিয়েল জেসুস। এই গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
দ্বিতীয় গোলের জন্য ম্যাচের দ্বিতীয় ভাগে মরিয়া হয়ে উঠে ব্রাজিল। দলকে গোলের স্বাদ দেন নেইমার নিজেই। ৬৩ মিনিটে একক প্রচেষ্টায় অস্ট্রিয়ার দু’জনকে খেলোয়াড়কে পরাস্ত করে বলকে গোলবারে প্রবেশ করান নেইমার। এই গোলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলে যৌথভাবে তৃতীয়স্থানে বসলেন নেইমার। রোমারিওর মত ৫৫ গোল নেইমারেরও। তাদের উপরে রয়েছেন পেলে ও রোনাল্ডো। পেলের ৭৭ ও রোনাল্ডোর ৬২ গোল।
নেইমারের গোলের ৬ মিনিট পর ব্রাজিলকে আরও এগিয়ে দেন ফিলিপ কুটিনহো। ফলে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। এই স্কোরেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ব্রাজিল। তাই এবার দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেইমারের দল। এমনটা মনে করেন ব্রাজিলের কোচ তিতেও।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তিতে বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত হয়েই বিশ্বকাপে যাবো। দু’টি প্রীতি ম্যাচেই দল ভালো খেলেছে। বিশেষভাবে অস্ট্রিয়ার বিপক্ষে ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট।’
‘ই’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের মিশন শুরু করবে ব্রাজিল।
বাসস/এএফপি/এএমটি/১৫৫৫/স্বব