দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিউং-বাককে জিজ্ঞাসাবাদ

404
(FILES) In this file photo taken on November 20, 2012 South Korean President Lee Myung-Bak attends the East Asian Summit Plenary Session at the Peace Palace in Phnom Penh. South Korean prosecutors on March 6, 2018 summoned former president Lee Myung-bak for questioning as a criminal suspect in a bribery scandal, a report said. / AFP PHOTO / Jewel SAMAD

সিউল, ১৪ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিউং বাক (৭৬) বুধবার একটি দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে প্রসিকিউটরদের সঙ্গে দেখা করেছেন। তিনি এই বিতর্কের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
সিউলে প্রসিকিউটরদের দপ্তরে পৌঁছে তিনি বলেন, ‘আমার কারণে জনগণের মাঝে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
খবর এএফপি’র।
তিনি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় তার আত্মীয় ও সহকারিরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
সাবেক এই প্রেসিডেন্টের সাবেক দুই সহকারিকে গ্রেফতার করা হয়েছে এবং তার ভাইদের বাড়ি ও অফিসে অভিযান চালানো হয়।
লী’র পূর্বসূরী পার্ক গিউন-হাই গত বছর ক্ষমতাচ্যুত হন। ২০১৬ সালে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ক্ষমতা ছাড়তে হয়।