বাসস দেশ-৯ : সিলেটের তামাবিলে বাস উল্টে দুই বোন নিহত, আহত ১০

163

বাসস দেশ-৯
দুর্ঘটনা-নিহত
সিলেটের তামাবিলে বাস উল্টে দুই বোন নিহত, আহত ১০
সিলেট, ১ মে ২০১৯ (বাসস) : সিলেটে তামাবিল মহাসড়কে বাস উল্টে দুই বোন নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়।
আজ বুধবার দুপুর ১২টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ফুলবাড়ী গ্রামের শওকত আলীর মেয়ে লুবনা বেগম (১২) ও ছোট বোন অহনা বেগম (৭)। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই গাড়ির প্রতিযোগিতার কারণে একটি মাইক্রোবাস (সিলেট-জ-০৪-০০৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিঁটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
তিনি আরও জানান, ঘটনার পর পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার মো. জাহিদ (২৮) ও সেলিনা বেগম (২৫), সিলেট সদরের নয়াগ্রামের শিফা বেগম (৩৫) ও তার ছেলে শরিফ আহমদ (১৩), নারায়নগঞ্জ জেলার সজিব আহমদ (২৫), নরসিংদী জেলার আলাল মিয়া(১৮), হবিগঞ্জ জেলার শিবলু মিয়া (৩০), জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের সোহাগ আহমদ (৩), গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাঈম মিয়া (১০) ও সাইফুল ইসলাম (২৬)।
আহতদের মধ্যে আশংঙ্কা জনক অবস্থায় সেলিনা, জাহিদ ও সাইফুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৮৫০/অমি