পাকিস্তানকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

203

ফতুল্লা, ১ মে, ২০১৯ (বাসস) : সাকিব শাহরিয়ারের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে প্রথম তিনদিনের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ৫ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে।
ফতুল্লায় দ্বিতীয় দিন শেষেই ম্যাচ জয়ের কাজটা সেড়ে রেখেছিলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ দিনে জয়ের জন্য ৩৭ রান দরকার ছিলো বাংলাদেশের। হাতে ছিলো ৭ উইকেট।
জয়ের জন্য ১২০ রানের টার্গেট ৫ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে সাকিব। প্রথম ইনিংসে ৪৩ রান করেছিলেন তিনি। ফলে ম্যাচ সেরা হন সাকিব।
প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হয়েছিলো পাকিস্তান। জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ৯ রানের লিড পায় পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১১০ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ম্যাচ জয়ের জন্য ১২০ রানের টার্গেট পায় বাংলাদেশের যুবারা।