বাসস দেশ-৫ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ৭ টি সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষরিত

191

বাসস দেশ-৫
কর্মসম্পাদন-চুক্তি স্বাক্ষর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ৭ টি সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষরিত
ঢাকা, ১১ জুন ২০১৮ (বাসস) : সরকারি কাজে জবাবদিহিতা, স্বচ্ছতা ও গতিশীলতাবৃদ্ধির লক্ষে আজ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর/সংস্থার মধ্যে ২০১৮-১৯ সালের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল অধীনস্থ ৭টি দপ্তর/সংস্থার প্রধানদের সাথে এ চুক্তিসম্পাদন করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয় ও দপ্তরসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী নিজনিজ চুক্তিসমূহ বাস্তবায়নের মাধ্যমে মন্ত্রণালয়সহ দপ্তরসমূহের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার প্রতি আহবান জানান।
বাসস/সবি/বিকেডি/১৫২৫/কেকে