বাসস সংসদ-৭ : ২৮ হাজার ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠিত হয়েছে : আসাদুজ্জামান খাঁন

324

বাসস সংসদ-৭
মাদক-কমিটি
২৮ হাজার ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠিত হয়েছে : আসাদুজ্জামান খাঁন
সংসদ ভবন, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : দেশের ২৮ হাজার ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ২৮ হাজার ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।’
তিনি বলেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৪৪৬ টি, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪০টি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ১২৮টি, কারাগারসমূহে ৬০টি ও অন্যান্য স্থানে ১ হাজার ২৪৯টি মাদকবিরোধী সভা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে সুরক্ষা বিভাগ কর্তৃক ইতোমধ্যে অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছে, যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে। এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাসস/এমএসএইচ/১৯২২/অমি/-