বাসস সংসদ-৫ : গুজব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

156

বাসস সংসদ-৫
গুজব-প্রতিরোধ
গুজব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ ভবন, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : গুজব ছড়িয়ে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য বেনজীর আহমদের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ কথা জানান।
মন্ত্রী জানান, ‘কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা দল যাতে গুজব অথবা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বা সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডের মদদদাতা ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সিআইডিতে নবগঠিত সাইবার পুলিশ সেন্টার অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করছে ও সাইবার অপরাধীদের গ্রেফতার করছে।’
তিনি বলেন, প্রত্যেক মেট্টোপলিটন ইউনিট ও জেলা পুলিশে নিজস্ব সাইবার ক্রাইম ক্রাইম প্রতিরোধ টিম গঠন করা হয়েছে। এ প্রক্রিয়ায় সারা দেশ থেকে সাইবার ক্রাইম প্রতিরোধ ও সোশাল মিডিয়া মনিটরিংয়ের কার্যক্রম নিবিড়ভাবে চলমান রয়েছে।
সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর শাওনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীতে সংশ্লিষ্ট জেলা অথবা ইউনিট থেকে প্রাপ্ত ২০১৯ সালের মার্চ পর্যন্ত জনবলের মাসিক প্রতিবেদন অনুযায়ী কর্মরত পুলিশের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৭২৪ জন। এরমধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৩৩৩ জন এবং মহিলা ১৩ হাজার ৩৯১ জন।’
বাসস/এমএসএইচ/১৮৫৮/-অমি