বাসস দেশ-২৫ : শাহজালালে সোয়া ৩ কেজি সোনাসহ এক বিদেশী নাগরিক আটক

128

বাসস দেশ-২৫
শাহজালাল-সোনা উদ্ধার
শাহজালালে সোয়া ৩ কেজি সোনাসহ এক বিদেশী নাগরিক আটক
ঢাকা, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের দেড় কোটি টাকা মূল্যের সোনাসহ বিদেশী এক নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার রাতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে এসব সোনা আটক করে।
আটককৃত ওই ভারতীয় যাত্রীর নাম আমির খান। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার এথেলা চৌধুরি আজ মঙ্গলবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৮৯) একটি বিমান ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন আমির খান। তিনি বিমানবন্দরে নেমে তড়িগড়ি করার সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে। তিনি গ্রিন চ্যানেল অতিক্রমের পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।
পরে তার পরিহিত প্যান্ট এবং সঙ্গে থাকা আরো ৫টি প্যান্ট ও ব্যাগের বিভিন্ন অংশে লুকায়িত অবস্থায় রিং আকৃতির ধাতব পদার্থ পাওয়া যায়। এতে সিলভারের প্রলেপ দেয়া ছিল।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া আজ মঙ্গলবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আমির খানকে আজ আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় বিমানবন্দরে থানায় একটি মামলা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৪৩/কেজিএ