৩৯তম বিসিএস (বিশেষ) চূড়ান্ত ফলাফল প্রকাশ

152

ঢাকা, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : ৩৯তম বিসিএস (বিশেষ) চূড়ান্ত ফলাফল আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুমোদিত ও প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৫৪২ ও সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশকৃত প্রার্থী সংখ্যা ২৫০।
উল্লেখ্য, ৩৯তম বিসিএস (বিশেষ) MCQ ধরনের লিখিত পরীক্ষা ৩ আগস্ট ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ৫৬৮ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে প্রার্থীর সংখ্যা ৫ হাজার ১৪৫ জন। MCQ ধরনের লিখিত পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর ২০১৮ তারিখে শুরু হয়।
ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড’র মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন মোবাইল হতে sms করে ৩৯তম বিসিএস (বিশেষ) ফলাফল জানা যাবে।
Format : PSC<space>39<space>Registration  Number  লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

Example : PSC 39 123456 send to 16222|