বাজিস-১১ : কোটালীপাড়ায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

132

বাজিস-১১
কোটালীপাড়া -জরিমানা
কোটালীপাড়ায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জ, ৩০ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার কোটালীপাড়ায় মেয়াদউত্তীর্ন মালামাল বিক্রি, ওজনে কারচুপি ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ওষুধের দোকানসহ ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এসব জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারে মেসার্স মনিমোহন ফল ভা-ারে অভিযান চালিয়ে ৩০ কেজি খেঁজুর মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও তারিখ টেম্পারিং করে বিক্রি করার বিষয়টি নজরে আসে। ফলে ওইদোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা ও খেজুর ধ্বংস করা হয়। এছাড়া ওজনে কারচুপির দায়ে দু’টি মিষ্টির দোকানকে ৪ হাজার টাকা ও দুটি ফার্মাসিতে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯২৪/মরপা