বাসস বিদেশ-৭ : বিদায় নিচ্ছেন জাপান সম্রাট আকিহিতো

139

বাসস বিদেশ-৭
জাপান-সম্রাট
বিদায় নিচ্ছেন জাপান সম্রাট আকিহিতো
টোকিও, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): জাপানের সম্রাট আকিহিতো মঙ্গলবার সিংহাসন ছাড়ছেন। গত ২শ’ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো কোন সম্রাট স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন। এর মধ্যদিয়ে অবসান ঘটতে যাচ্ছে জাপানের ‘হেইসেই’ বা শান্তি অর্জনের যুগের।
কাল বুধবার আকিহিতোর বড় ছেলে যুবরাজ নারুহিতো সিংহাসনে বসবেন। আর এর মধ্যদিয়ে জাপানের নতুন যুগ ‘রেইওয়া’ বা শৃঙ্খলা ও সম্প্রতির যুগ শুরু হতে যাচ্ছে।
টোকিও’র ইম্পেরিয়াল প্যালেসে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে মঙ্গলবারের বিদায় অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে।
জাপানের প্রথা অনুযায়ী সম্রাট আমৃত্যু সিংহাসনের দায়িত্ব পালন করে থাকেন। আকিহিতো সেই প্রথা ভেঙ্গে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্রাট আকিহিতো নিজেই জানিয়েছেন যে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
বাসস/এমএজেড/১৯০০/জুনা