জাহানারা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

170

ঢাকা, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সহধর্মিনী জাহানারা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাহানারা বেগম, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরীর মাতাও। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
তিনি আজ সকালে বন্দর নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।