বাসস বিদেশ-৬ : ক্রাইস্টচার্চ থেকে বোমা উদ্ধার॥ গ্রেফতার ১

127

বাসস বিদেশ-৬
নিউজিল্যা–বোমা
ক্রাইস্টচার্চ থেকে বোমা উদ্ধার॥ গ্রেফতার ১
ওয়েলিংটন, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ড পুলিশ মঙ্গলবার ক্রাইস্টচার্চের একটি ফাঁকা জায়গা থেকে সন্দেহজনক বোমা ও গুলি উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে।
গত মাসে এখানকার একটি মসজিদে বন্দুক হামলায় ৫০ মুসুল্লি নিহত হয়।
মঙ্গলবার বিকেলে পুলিশ ফিলিপসটাউনের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বাইরের রাস্তা ঘেরাও করে রাখে এবং স্থানীয়দের বাড়ি থেকে বের করে অন্যত্র সরিয়ে নেয়।
একজন সামরিক বোমা নিষ্ক্রিয়কারণ কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরপরই সন্দেহজনক বিস্ফোরক ও গুলি নিরাপদে অপসারণ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের সুপারিন্টেন্ডেন্ট জন প্রাইস এক বিবৃতিতে বলেন, ‘পুলিশ সন্দেহজনক বিস্ফোরক ও গুলি ভর্তি প্যাকেট ক্রাইস্টচার্চের নিউক্যাসেল স্ট্রিটের একটি ফাঁকা স্থানে পড়ে থাকতে দেখে।’
প্রাইস লোকটি সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একজন উগ্রবাদী শ্বেতাঙ্গের হামলায় ৫০ জন নিহত ও অপর ৩৯ জন আহত হওয়ার পর শহরটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাসস/ কেএআর/১৮৫৫/জুনা