বাজিস-৮ : কুড়িগ্রামে যত্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

124

বাজিস-৮
কুড়িগ্রাম- প্রশিক্ষণ
কুড়িগ্রামে যত্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রাম, ৩০ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলায় আইএসপিপি’র ‘যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার বা খানা ভিত্তিক তথ্য সংগ্রহ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উত্তরণ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন যত্ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো. কাবেদুল ইসলাম।
জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম, ডিডিএলজি হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।
জেলা প্রশাসন, যত্ন প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ যত্ন প্রকল্পের পরিকল্পনা ও সমন্বয় সংক্রান্ত এ প্রশিক্ষন অনুষ্ঠানের আয়োজন করে।
আইএসপিপি’র যত্ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়নে অন্তঃসত্ত্বা নারী ও ৪৮ মাস (চারবছর) বয়সী শিশুদের পুষ্টির চাহিদা পূরনে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রতি ইউনিয়নে গড়ে একহাজার ৩৫১জন উপকারভোগি এই আর্থিক সহযোগিতা পাবেন।
বাসস/সংবাদদাতা/১৭৪০এমকে