বাজিস-৭ : মাগুরায় ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ বিষয়ক ক্যাম্প

297

বাজিস-৭
মাগুরা-ক্যাম্প
মাগুরায় ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ বিষয়ক ক্যাম্প
মাগুরা, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে দুই দিনব্যাপী হৃদরোগ, ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ বিষয়ক পরামর্শ ক্যাম্প শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল চত্বরে এ স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এই স্বাস্থ্য ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করছেন। স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখছেন ভারতের চেন্ন্াই অক্সিমেড হসপিটালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আয়াজ আকবর এবং ডায়াবেটিক রোগী দেখছেন ভারতের ডায়াবেটিক ও অর্থপেডিকস্ বিশেষজ্ঞ ডাক্তার আর এম মুথিয়াহ। আগত চিকিৎসকরা দুই দিনে ৩ শত রোগী দেখার পাশাপাশি পরামর্শ দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন ।
এ সময় মাগুরা সদর হাসপতালের চিকিৎসক ডাক্তার রোকোনুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৬৪৩/মরপা