বাসস ক্রীড়া-৬ : বিশ্বকাপ: আফগানিস্তান প্রস্তুত বললেন অধিনায়ক নাইব

125

বাসস ক্রীড়া-৬
বিশ্বকাপ-আফগানিস্তান
বিশ্বকাপ: আফগানিস্তান প্রস্তুত বললেন অধিনায়ক নাইব
কাবুল, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি) : আগামী মাসে শুরু হওয়া বিশ্বকাপে দলের সম্ভাবনার বিষয়ে আশাবাদী আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। মেগা এ ইভেন্টকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার মাটিতে কয়েক সপ্তাহ অনুশীলন শেষে এ আশা প্রকাশ করেন আফগান অধিনায়ক।
নাইব বলেন বাউন্সি উইকেট এবং ভাল পিচসহ আফ্রিকার ন্যায় ইংল্যান্ডেও একই কন্ডিশন প্রত্যাশা করছেন তারা।
বিশ্বকাপ উপলক্ষে দেশ ছাড়ার আগে কাবুলে বৃটিশ দূতাবাসে বার্তা সংস্থা এএপপিকে নাইব বলেন, ‘আমার দলের দিকে তাকালে বলতে পারি গত দুই মাসে আমাদের প্রস্তুতিটা বেশ ভাল হয়েছে। ছেলেদের মনোবল তুঙ্গে এবং বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে সবাই দারুণভাবে উৎফুল্ল।’
আসগন আফগানকে সরিয়ে এ মাসের প্রথম দিকে নাইবকে অধিনায়ক নির্বাচন করে আফগানিস্তান ক্রিকেট।
বিশ্বকাপের আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়। তবে এসব অস্বীকার করে ২৮ বছর বয়সী নাইব বলেন ‘এটা খুব বড় কিছু’ নয় এবং তার দলে বেশ কয়েকজন খেলোয়াড়ের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে।
২০১০ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের মত দলকে পরাজিত করার পর আফগানিস্তান আন্তর্জাতিক সব টুর্নামেন্টে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এক মাস আগে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জয়েরও স্বাদ পায় দলটি।
ব্রিস্টলে ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তান। টুর্নামেন্টের ডার্ক হর্স আখ্যা পাওয়া যুদ্ধ বিধ্বস্ত দলটি এশিয়া কাপে গত বছর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে পরাজিত করে। এমনকি শক্তিশালী ভারতের বিপক্ষেও তারা একটি ম্যাচে টাই করতে সক্ষম হয়।
দল ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে নাইব বলেন,‘আমি এমনটাই আশা করছি। এটা ক্রিকেট.. যে কোন কিছু ঘটতে পারে।’
বাসস/এএফপি/স্বব/১৬৩০/নীহা