বাসস ক্রীড়া-৪ : হালেপকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এলেন কেভিতোভা

144

বাসস ক্রীড়া-৪
টেনিস-র‌্যাঙ্কিং
হালেপকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এলেন কেভিতোভা
প্যারিস, ৩০ এপ্রিল ২০১৯ (বাসস) : রোমানিয়ান সিমোনা হালেপকে হটিয়ে ডাব্লিউটিএ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন চেক রিপাবলিকের পেত্রা কোভিতোভা।
রোববার স্টুটগার্ট ডাব্লিউটিএ টুর্নামেন্টের শিরোপা জয়ের সুবাদে কেভিতোভার র‌্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। মৌসুমে এটি তার দ্বিতীয় শিরোপা। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ র‌্যাঙ্কধারী নাওমি ওসাকা থেকে কেভিতোভা মাত্র ১৩৬ পয়েন্ট পিছিয়ে রয়েছেন। ইনজুরির কারণে স্টুটগার্টের সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন ওসাকা।
ডব্লিউটিএ শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. নাওমি ওসাকা (জাপান) ৬১৫১ পয়েন্ট
২. পেত্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৬০১৫
৩. সিমোনা হালেপ (রামানিয়া) ৫৬৮২
৪. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানী) ৫২২০
৫. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৫১১১
৬. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন) ৪৯২১
৭. কিকি বার্টান্স (নেদারল্যান্ড) ৪৭৬৫
৮. স্লোয়ানে স্টিফেন্স (যুক্তরাষ্ট্র) ৪৩৮৬
৯. এ্যাশলেইবার্তি (অস্ট্রেলিয়া) ৪২৭৫
১০. আরিনা সাবালেঙ্কা (বেলারুশ) ৩৫২০
বাসস/নীহা/১৬১৫/স্বব