বাজিস-৩ : নীলফামারীতে ১১১ কিলোমিটার নদী খনন চলছে

161

বাজিস-৩
নীলফামারী-নদী খনন
নীলফামারীতে ১১১ কিলোমিটার নদী খনন চলছে
নীলফামারী, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার উপর দিয়ে প্রবাহিত পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী ডিভিশনের অধীনে চলতি অর্থবছরে ছয়টি নদীর গতিপথে ১১১ কিলোমিটার খনন করা হচ্ছে। এজন্য ব্যয় হবে ৭২ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৬০৭ টাকা। ইতোমধ্যে খনন কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর।
এসকল নদীর ১১১ কিলোমিটারের মধ্যে রয়েছে ৪ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৬০৭ টাকা ব্যয়ে খড়খড়িয়া নদীর ১৮ কিলোমিটার, ৪ কোটি ২ লাখ টাকা ব্যয়ে বামনডাংগা নদীর ৭ কিলোমিটার, ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কলমদার নদীর ৭ কিলোমিটার, ৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে সুই নদীর ১২ কিলোমিটার, ২৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চারা নদী ৩৫ কিলোমিটার, ২৮ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বুড়িখোড়া নদীর ৩২ কিলোমিটার।
পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, ‘টেন্ডার আহ্বান করে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসকল নদীর খনন কাজ করা হচ্ছে। ইতি মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করেছে।’
তিনি বলেন, ‘নদীগুলো খনন শেষ হলে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বাড়বে। শুস্ক মৌসুমে সেচ সুবিধা পাবেন কৃষক।’
বাসস/সংবাদদাতা/কেইউ/১৩০৫/-নূসী