রাঙ্গামাটিতে পাহাড় কাটার দায়ে মামলা, আটক ১

162

রাঙ্গামাটি, ৩০ এপ্রিল ২০১৯ (বাসস) : অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত রাঙ্গামাটি শহরের শিমুলতলী এলাকায় আজ মঙ্গলবার অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করেছে। আটক ব্যক্তি আলম চম্পকনগর এলাকার ইজ্জত আলীর ছেলে।
সদর উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগ জানান, অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছে, এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশ আমি এবং এসি ল্যান্ড তাৎক্ষনিকভাবে শিমুলতলী এলাকায় গিয়ে পাহাড় কাটার দায়ে জাহাঙ্গীর নামক একজনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। কাজে নিয়োজিত শ্রমিকরা ৯নং ওর্য়াডের কাউন্সিলর এবং চম্পকনগর এলাকার একজন ফার্নিচার ব্যবসায়ীর নির্দেশে তারা মাটি কাটছে বলে জানায়।
ইউএনও জানান, এ তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।
এদিকে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ জানান, সরকারী পাহাড় অবৈধভাবে দখলকারী পাহাড় কেটে মাটি ভরাটকারী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।