বাসস সংসদ-৪ : শপথ নিলেন বিএনপির চার সংসদ সদস্য

298

বাসস সংসদ-৪
শপথ-বিএনপি
শপথ নিলেন বিএনপির চার সংসদ সদস্য
ঢাকা, ২৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়নে নির্বাচিত ৪ জন সংসদ সদস্য আজ বিকেলে শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণকারী সংসদ সদস্যরা হলেন- মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), মো. আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) এবং আবদুস সাত্তার ভূইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২)।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে এ ৪ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শপথ নিয়েছি।’
দলের অবস্থান সম্পর্কে জানাতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দলও আমাদের শপথ নেয়ার সিদ্ধান্ত দিয়েছে।’
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।
এ চারজনসহ এ পর্যন্ত বিএনপির মোট ৫ জন সদস্য শপথ নিলেন। গত ২৫ এপ্রিল বিএনপির অপর সদস্য জাহিদুর রহমান শপথ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ পর্যন্ত শপথ নেননি।
শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং গত সপ্তাহে শপথ নেয়া বিএনপির সংসদ সদস্য মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাসস/এমআর/অনুবাদ-এইচএন/২০২০/মমআ/-অমি/-আরজি