বাসস দেশ-২৭ : ক্যাপ্টেন ইশতিয়াক আন্তর্জাতিক পাইলট এসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত

299

বাসস দেশ-২৭
বিমান-ক্যাপ্টেন-নির্বাচিত
ক্যাপ্টেন ইশতিয়াক আন্তর্জাতিক পাইলট এসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত
ঢাকা, ২৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান বহরের কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন টানা দ্বিতীয় মেয়াদের জন্য এয়ারলাইন্স পাইলটস্ এসোসিয়েশনের আন্তর্জাতিক ফেডারেশনের (আইএফএএলপিএ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
পাইলট এসোসিয়েশনের এ পদে এই উপমহাদেশে তিনিই প্রথম নির্বাচিত হয়েছেন।
জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত ৫ শ’ ৫০ প্রতিনিধির অংশগ্রহণে আইএফএএলপিএ-এর বার্ষিক সম্মেলনে সরাসরি নির্বাচত হন।
তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্ট্রেলিয়া, চায়না, হংকং, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মোঙ্গলিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সার্ক দেশসমূহের বিমান পরিবহন খাতের দায়িত্বে থাকবেন।
বাসস/সবি/টিএ/এসই/১৯৫২/কেকে